Header Ads

Header ADS

Colors of Life (জীবনের রং)


আমাদের জীবনের প্রায় সব আবেগ-অনুভূতি, ভাবনাগুলো নানান রঙের মাধ্যমেই প্রতীকী হয়ে ওঠে।  লাল রঙ যেখানে প্যাশন, আবেগ, যুদ্ধ , ধ্বংসের চিহ্ন বহন করে; হলুদ সেখানে বিশ্বাসঘাতকতা, প্রতারণার প্রতীক।  কমলা রং এ যখন পাই উন্নতির ধারণা, সবুজ তখন আশা, নতুন জীবন, সমৃদ্ধির প্রতীকে ভাস্বর। নীল কে আমরা একচেটিয়া বেদনার ট্যাগ লাগালেও নীল হলো অনুভবের রং।  ভক্তি, আনুগত্য, উচ্চ মনের প্রতীক। তেমনিভাবে বেগুনি রং আমাদের কাছে মর্যাদা, আভিজাত্য ; কালো রং ঘৃণা আর সর্বোপরি সাদা বিশুদ্ধতা ও পবিত্রতার নাম।

প্রতিটা মানুষের জীবনের রং আলাদা, তবে জীবনের রং যাই হোক - দু:খ-বেদনা, আনন্দ-সমৃদ্ধি, হিংসা-ঘৃণা বা পবিত্রতার; জীবন যেন কখনো বিবর্ণ না হয়ে যায়।  রঙিন থাকুক আমাদের হাসি-আনন্দ, দু;খ-বেদনা, ভালোবাসা। 

               

No comments

Powered by Blogger.